নিউজবাংলা – ২৭ সেপ্টেম্বর, রবিবার:
ঢাকা: রেডিও ধ্বনি ৯১.২ এফএম’র এবারের সরাসরি ঈদ আড্ডায় অংশ নিচ্ছেন সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী নুসরাত ফারিয়া। বদরুল হাসানের প্রযোজনায় এই অনুষ্ঠানটি ঈদের তৃতীয় দিন অর্থাৎ আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সরাসরি সম্প্রচার হবে।

 

অনুষ্ঠানে নুসরাত তার সাম্প্রতিক কাজ এবং ঈদ উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি শ্রোতা-ভক্তদের সঙ্গে ফোনে সরাসরি কথাও বলবেন তিনি।

রেডিও ধ্বনি প্রসঙ্গে তিনি বলেন, এ সময়ের তরুণদের অন্যতম পছন্দ এফএম রেডিও, এমনকি আমারও। কাজের ফাঁকে, গাড়িতে বসে বসে রেডিওতে সময় কাটানোটা খুবই উপভোগ্য। তাই বেশ আগ্রহ নিয়েই রাজি হয়েছি।

ফারিয়ার প্রথম ছবি ‘আশিকী’ ছবিটি ঈদের দিন বাংলাদেশে মুক্তি পেয়েছে। এর এক সপ্তাহ আগে কলকাতায় মুক্তি পায় ছবিটি। কলকাতার পরিচালক অশোক পতি ও বাংলাদেশের আবদুল আজিজের পরিচালনায় এই ছবিতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন টলিউডের অভিনেতা অঙ্কুশ।

ছবিটির জন্য গ্রুমিং, নাচের প্রশিক্ষণ, অভিনয়ের প্রশিক্ষণ সব মিলিয়ে বেশ ঘাম ঝরাতে হয়েছে তাকে। গেল আগস্টে ফারিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আশিকি’র প্রথম গানটি ইউটিউবে প্রকাশ হয় এবং অল্প সময়েই অনেক ভিউয়ারের জমাট বাঁধে সেখানে।

সম্প্রতি বলিউডে অভিনয়ের সুযোগও পেয়েছে এ নায়িকা।
নিউজবাংলা/একে