নিউজবাংলা – ২৭ সেপ্টেম্বর, রবিবার:
ঢাকা: দুই চাকায় ভর করে বিনোদন। উদ্দেশ্য নিজেদের আনন্দ পাওয়া, আর তা বাকিদের ভাগ করে দেয়া। রাস্তা বা খোলা জায়গা পেলেই হলো সাইকেল নিয়ে মেতে ওঠা, স্টান্ট দেখানো এই টিমের নাম ‘রেকলেস’।

যার নেপথ্যে, মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়।
সাইক্লিং। সাইকেলের নানা কসরতে ব্যস্ত সিরাজগঞ্জের এই দুরন্ত কিশোররা।

পড়াশোনার ফাঁকে, সময় পেলেই সাইকেল নিয়ে রাস্তায় নেমে যায় তারা। শহরের ফাঁকা রাস্তা, কখনো বা কালেক্টরেট ভবনের সামনে অথবা মনসুর আলী অডিটোরিয়ামের ফাকাঁ জায়গায়, কখনো যমুনা নদীর পাড়ে বেড়ি বাঁধে। তাদের এই দুরন্তপনা দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

নাজিব নিনাদ নামে এক কিশোরের উদ্যোগে শুরু হয় টিম রেকলেস নামে এই সংগঠনের যাত্রা। এখন এর সদস্য প্রায় ৩০জন। তবে এই কিশোরদের উদ্দেশ্য কেবল বিনোদন নয়; বরং সাইক্লিংয়ের সময় তারা মাদকের ক্ষতিকর বিষয়েও সচেতনতা সৃষ্টি করেন।

কিশোরদের এই উদ্যোগের প্রশংসা করলেন জেলা প্রশাসকও। প্রতিশ্রুতি দিলেন সহযোগিতার।

শুধু সিরাজগঞ্জ নয়, দেশের অন্যান্য স্থানেও এরকম সাইক্লিংয়ের চর্চা গড়ে উঠলে, তরুণ সমাজ একদিকে যেমন সুস্থ বিনোদনে অভ্যস্ত হবে, তেমনি মাদকের ভয়াবহতা থেকেও রক্ষা পাবে বলে মত স্থানীয়দের।

নিউজবাংলা/একে