নিউজবাংলা – ২৭ সেপ্টেম্বর, রবিবার:
ঢাকা: জাপানের রাজধানী টোকিওর আবাসিক এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। রবিবার সকালে এ বিমান বিধ্বস্ত হয়। খবর এনডিটিভির।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিমান বিধ্বস্তের ফলে টোকিওর আবাসিক এলাকার কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রাথমিকভাবে বিমান বিধ্বস্তে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। জাপানের সরকারি সম্প্রচার কর্তৃপক্ষ এনএইচকে জানায়, বিমানটিতে ৩ জন আরোহী ছিলেন। যাদের মধ্যে ১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে বাকি ২ জনের অবস্থা জানা যায়নি।
বিমান বিধ্বস্তে টোকিওর কুফু এলাকায় ৩টি আবাসিক ভবন আগুনে পুড়ে গেছে। পাশাপাশি পাশ্ববর্তী অন্যান্য বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
টেলিভিশন ফুটেজে দেখানো হয়, উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

নিউজবাংলা/একে