নিউজবাংলা-বৃহস্পতিবার, ০১ অক্টোবর:

শেরপুর সংবাদদাতা:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দাদি-নাতনি ‍নিহত হয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার ভণ্ডভাটপাড়া গ্রামের আমজাদ আলীর স্ত্রী মণ্ডা বেগম এবং তার পাঁচ বছর বয়সী নাতনি ঊর্মি।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বগাডুগি এলাকার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুইজন আহত হন। তাদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর বাসটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।

নিউজবাংলা/একে