নিউজবাংলা-বৃহস্পতিবার, ০১ অক্টোবর:

ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য এমএ হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে ছেলেসহ তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ।

এরপর তাদের গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বনানী থানার ওসি সালাহউদ্দিন।

গত ১৯ মে এমএ হান্নানসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন।

ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’১৯৭৩ এর ৩ (২) ধারায় এ মামলাটি দায়ের করা হয়।

মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন আদালতের বিচারক আহসান হাবিব।

মামলায় জাতীয় পার্টির সংসদ সদস্য এমএ হান্নান ছাড়াও জামায়াত ইসলামী নেতা ফকরুজ্জামান ও শহরতলীর গলগণ্ডা এলাকার গোলাম রব্বানীকে আসামি করা হয়েছে।

মামলার বাদিনী রহিমা খাতুনের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর মুন্সীপাড়া এলাকায়।

নিউজবাংলা/একে