ঝড়ের কবলে ভালুকার রান্দিয়া উচ্চ বিদ্যালয়; শিক্ষা কার্যক্রম ব্যাহত
নিউজবাংলা-বৃহস্পতিবার, ০১ অক্টোবর:
সামিউল ইসলাম, ভালুকা(ময়মনসিংহ)সংবাদদাতা:
ভালুকা উপজেলার রান্দিয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষের চালা সম্প্রতি ঘূর্ণিঝড়ে উড়ে যাওয়ায় সার্বিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে আসন্ন জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীসহ বিদ্যালয়ের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর লেখা-পাড়া নিয়ে অভিভাবক ও শিক্ষকরা চরম উদ্বিগ্নতায় রয়েছেন ।
শিক্ষার্থী, অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রান্দিয়া উচ্চ বিদ্যালয়টি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৯৪ সালে এমপিওভূক্ত হয়। বর্তমানে বিদ্যালয়ে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী লেখা – পড়া করছে। কিন্তু উপযুক্ত শ্রেনীকক্ষ ও অবকাঠামোর অভাবে সার্বক্ষণিক চরম দূর্ভোগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের লেখা-পাড়া করতে হচ্ছে।
বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ৫৫ হাত লম্বা একটি মাটির তৈরী টিনের চালা ঘরেই দীর্ঘদিন ধরে ষষ্ঠ থেকে দশম শ্রেনী পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। গত ১৮ সেপ্টেম্বর রাতে হঠাৎ এক ঝড়ে ওই ঘরের টিঁনের চালা উড়িয়ে নিয়ে যাওয়ার পর অর্থের অভাবে ঘরটি মেরামত করা সম্ভব হয়নি। একমাস পর জেএসসি ও কয়েক মাস পর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অথচ শিক্ষার্থীরা বিদ্যালয়টিতে সঠিকভাবে ক্লাস করতে পাচ্ছে না এই ভেবে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ চরম দুঃশ্চিন্তায় রয়েছেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোস্তাফিজুর রহমান ফরহাদ জানান, ঝড়ে শ্রেণীকক্ষের টিনের চালা উড়িয়ে নিয়ে যাওয়ায় ছেলে-মেয়েদের নিয়ে চরম সমস্যায় পড়তে হয়েছে। তিনি অতি দ্রুত শ্রেণীকক্ষের মেরামতসহ শিক্ষা মন্ত্রণালয়ের ফ্যাসিলিটিস বিভাগের মাধ্যমে নতুন ভবন নির্মানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বিদ্যালয়ের শিক্ষক মো: রুহুল আমীন জানান, ঝড়ে শ্রেণীকক্ষের চালা উড়ে নিয়ে যাওয়ার পর মাটির তৈরী দেয়ালগুলো পলিথিন দিয়ে ঢেকে দেয়া হয়েছে। তা নাহলে বৃষ্টির পানিতে দেয়াল ভিজে ধ্বসে বড় ধরণের ক্ষতির সম্ভবনা রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার নুরুল আলম জানান, ঘরের টিনের চালা সম্প্রতি ঝড়ে উড়িয়ে নিয়ে যাওয়ায় বর্তমানে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার পথে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত ভাবে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার জানান, সম্প্রতি ঝড়ে ক্ষতিগ্রস্ত রান্দিয়া উচ্চ বিদ্যালয়ের বিষয়টি আমার নলেজে রয়েছে এবং তা অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
নিউজবাংলা/একে