নিউজবাংলা-বৃহস্পতিবার, ০১ অক্টোবর:

ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা পুষ্পিতা পপি। তিনি স্বত্ব রঞ্জন রোমান্স পরিচালিত প্রেমই জীবন শিরোনামের সিনেমায় অভিনয় করবেন। সম্প্রতি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন পুষ্পিতা।

সিনেমা প্রসঙ্গে পরিচালক স্বত্ব রঞ্জন রোমান্স বলেন, ‘প্রেমই জীবন সিনেমায় শুধু নায়িকা হিসেবে পুষ্পিতাকে চুক্তিবদ্ধ করানো হয়েছে। অন্য শিল্পীদের এখনও চুক্তিবদ্ধ করানো হয়নি। চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু করা হবে। এ সিনেমায় মোট পাঁচটি গান থাকবে।’
পুষ্পিতা বলেন, ‘ঈদের আগেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। এর আগেও একই পরিচালকের কাজ করেছি। তাছাড়া সিনেমাটির গল্পও আমার পছন্দ হয়েছে। তাই কাজটি করতে রাজি হয়েছি।’
এর আগে স্বত্ব রঞ্জন রোমান্সের সিনেমা প্রেমতো হতেই পারে- এ অভিনয় করেছেন পুষ্পিতা পপি। মাহেন কথাচিত্র প্রযোজিত এ সিনেমাটির এখনও কিছু কাজ বাকি আছে।
চলচ্চিত্রে পুষ্পিতার অভিষেক মনতাজুর রহমান আকবর পরিচালিত তোমাকে ভালোবেসে আমি দিওয়ানা সিনেমার মাধ্যমে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত স্বাধীন, অমিত হাসান। এ সিনেমাটি এখনও মুক্তি পায়নি।
গত ২২ আগষ্ট মুক্তি পেয়েছে পুস্পিতার কখনও ভুলে যেওনা সিনেমাটি। সিনেমাটির পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু। তার এক সপ্তাহ পরেই ২৯ আগষ্ট মুক্তি পায় পুষ্পিতা অভিনীত আরও একটি সিনেমা আগে যদি জানতাম তুই হবি পর। এ সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। এ ছাড়া পুষ্পিতা পপির হাতে আরও কয়েকটি সিনেমার কাজ রয়েছে।

নিউজবাংলা/একে