নিউজবাংলা-বৃহস্পতিবার, ০১ অক্টোবর:
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সড়ক অবরোধ পালিত হয়েছে। ইউনাইট্রেড পিপলস ডেমোক্রিক ফ্রন্ট (ইউপিডিএফ)‘র ডাকা অবরোধ চলাকালে কোথাও কোন প্রকার অপ্রিতিকর ঘঠনার খবর পাওয়া যায়নি।

 

অবরোধ চলাকালে সড়কের কোন স্থানেই অবরোধকারীদের পিকেটিং করতে দেখা যায়নি। পিকেটারদের দেখা না গেলেও খাগড়াছড়ি-দীঘিনালা, দীঘিনালা-মারিশ্যা, দীঘিনালা-বাঘাইছড়ি, দীঘিনালা-লংগদু সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে।

ইউপিডিএফ‘র দীঘিনালা সংগঠক কিশোর চাকমা বলেন, আমরা পূর্ব ঘোষনা দিয়ে অবরোধ ডাক দিয়েছি। তিনি আরো বলেন, ৫১ বিজিবি‘র’ সদর দপ্তর স্থাপনের কারণে ২১ পাহাড়ি পরিবার উচ্ছেদ করা হয়েছে, তাদেরকে তাদের নিজ ভূমিতে পূর্নবাসন করার জন্য এই অবরোধ।

খাগড়াছড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক এসএম শফি এই প্রতিবেদককে বলেন, আমাদেরকে কোন প্রকার চিঠি দেওয়া হয়নি। হঠাৎ করে আজকের অবরোধ। তবে সকাল বেলা ইউপিডিএফ‘র’ পরিচয় দিয়ে বলা হয়, আজ সড়ক অবরোধ তাই গাড়ী না চালাতে। আমরাও নিরাপত্তার সার্থে গাড়ী বন্ধ রেখেছি।

দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান বলেন, অবরোধের কথা শুনেই আমরা উপজেলা গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়ন করা হয়েছে। কোথাও পিকেটারদের দেখা যায়নি।

নিউজবাংলা/একে