নিউজবাংলা-বৃহস্পতিবার, ০১ অক্টোবর:

মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীর ছুরিকাঘাতে যুবলীগের নেতা আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মাছ বাজার এলাকায় এঘঠনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানাযায়, পানছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান পানছড়ি উপজেলা যুবলীগের সহ-সভাপতি, মোঃ আসিফ করিম জহুরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় মসজিদের সম্মুখে মাছ বাজারের কাছেই মমতাজ উদ্দীনের বখাটে ছেলে, মোঃ রুবেল মিয়াকে বলে কিরে তোর চুল এমন এলোমেলো কেন। একথা বলতেই কোন কিছু বুঝে উঠার আগে ফিল্মি কায়দায় মাছ কাটার ছুরি নিয়ে আসিফ করিমের উপর হামলা চালায়। প্রথমে ছুরি করিমের পেটে ঢুকিয়ে দিতে চাইলে সে সরে যায়। ২য় বার বাম পায়ের উরুতে আগাত করলে প্রায় ৪ সেন্টিমিটার ঢুকে যায় ছূরি।

এব্যপারে কর্তব্যরত ডাক্তার শাহানা বলেন, নাভ ইনজুরির কারণে আমরা সেলাই দিতে পারছি না। আনুমানিক ৪ সেন্টিমিটারের মত ক্ষতর সৃষ্টি হয়েছে। তাই রুগীকে খাগড়াছড়ি প্রেরণ করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পানছড়ি থানায় কোন মমলা দায়ার করা হয়নি। আহতকে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজবাংলা/একে