রাণীশংকৈলে বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরমে
নিউজবাংলা-বৃহস্পতিবার, ০১ অক্টোবর:
রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে বেওয়ারিশ কুকুরের উপদ্রব অতিরিক্ত মাত্রায় বেড়েছে। তারা সংঘ বদ্ধ অবস্থায় থাকে।
এরা সম্মিলিতভাবে মানুষ কিংবা গরু ছাগলের উপর আক্রমন করে। কুকুর আতঙ্কে বাচ্চাদের স্কুলে পাঠানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চলতি মৌসুমে কুকুর প্রজনন কাল। এ সময় তারা বেশী হিংস্র হয়ে উঠে। অনেক সময় মানুষকে কামড় দেয়। আবার অনেক সময় ছাগলের উপর আক্রমন করে নিমিষেই সেটা খেয়ে ফেলে। যত্রতত্র গরু জবাই করে ময়লা আবর্জনা তাজা রক্ত ফেলে রাখার ফলে কুকুর এগুলো খেয়ে বেশী হিংস্র হয়ে উঠছে।
এ সব কুকুরের কামড়ে জলাতংক রোগ হওয়ার সম্ভাবনা বেশী রয়েছে। উপজেলা সব এলাকাতে একই রকম চিত্র দেখা গেছে। কুকুর আতঙ্কে মানুষ এদের এড়িয়ে চলে। যেখানে কুকুরের সমাগম থাকে সে পথ দিয়ে জন সাধারণ না গিয়ে রাস্তা পরিবর্তন করে চলার চেষ্টা করে। বেওয়ারিশ কুকুরগুলো দল বদ্ধ থাকায় সব সময় কুকুর আতঙ্ক বিরাজ করে। এ ব্যাপারে পৌর মেয়র মকলেসুর রহমান বলেন, সরকারি নিষেধাজ্ঞা থাকায় কুকুর নিধন করা সম্ভব হচ্ছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ ফিরোজ কবির বলেন, কুকুর কামড়ালে জলাতংক রোগ হওয়ার সম্ভাবনা বেশী তাই সাবধানে চলাচল করতে হবে।
নিউজবাংলা/একে