নিউজবাংলা-বৃহস্পতিবার, ০১ অক্টোবর:

 টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলমেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয়া অস্বাভাবিক শিশুটি মারা গেছে। বুধবার সে মারা যায় বলে পরিবার সূত্রে বলা হয়েছে।

সালেহা বেগম নামে এক নারী অপরিণত বয়সের অস্বাভাবিক সন্তান প্রসব করার পর চারদিকে খবর রটে যায় যে, মানুষের পেট থেকে বাঘের বাচ্চা হয়েছে। তবে হাসপাতালের চিকিৎসকরা দৃঢ়ভাবে জানান, এটি পুরোপুরি গুজব। কারণ মানুষের গর্ভে বাঘের বাচ্চা হওয়ার কোনো সুযোগ নেই।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. আশরাফ আলী জানান, গত সোমবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী সালেহা বেগম প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এর আগে সালেহা একবারের জন্যও ডাক্তার দেখাননি। দুপুরে তিনি স্বাভাবিক-প্রক্রিয়ায় একটি অপরিপক্ব সন্তান প্রসব করেন। দেখা যায়, ওই সন্তানের গায়ে কোনো চামড়া নেই। এছাড়া নাক, কান, চোখ কিছুই হয়নি। যৌনাঙ্গটিও স্পষ্ট নয়। তবে যতটুকু বুঝা যায় তাতে সন্তানটি ‘ছেলে’ বলেই মনে হয়। শিশুটির ওজন হয়েছে মাত্র এক কেজি তিন শ’ গ্রাম। গর্ভে ৩৮ সপ্তাহের স্থলে ৩১ সপ্তাহে শিশুটি ভূমিষ্ট হয়।

নিউজবাংলা/একে