নিউজবাংলা: ১৭ আগস্ট, সোমবার:

চট্টগ্রাম সংবাদদাতা:

চট্টগ্রাম: চট্টগ্রামে আকবর শাহ থানা এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহিদুল ইসলাম ওরফে আলো (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আলো শীর্ষ ইয়াবা পাচারকারী বলে দাবি করছে র‌্যাব।

রবিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা, একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৩টি অ্যান্টিকাটার উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের কমান্ডার অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ জানান, রাতে আকবর শাহ এলাকায় একটি পিকআপ ভ্যানের ওপর দাঁড়িয়ে দুই সহযোগীর সঙ্গে কথা বলছিল আলো। এসময় ওই স্থান দিয়ে র‌্যাবের টহল পুলিশের একটি গাড়ি যাওয়ার সময় আলো ও তার সহযোগীরা ভীত হয়ে গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬ ডিসেম্বরে নগরীরর হালিশহরে আলোর বাসা থেকে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ নগদ ১৯ লাখ টাকা উদ্ধার করা হয়। সেদিন আলোকে গ্রেপ্তার পুলিশ। পরে জামিনে ছাড়া পেয়ে আলো আবারও ইয়াবা ব্যবসা চালিয়ে যায়।

নিউজবাংলা/একে