নিউজবাংলা: ১৭ আগস্ট, সোমবার:

মোঃ শাবিব হোসেন:

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য কাজী শাহেদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মামুন-অর-রশীদ নির্বাচিত হওয়ায় তাঁদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 রবিবার সন্ধ্যায় মেট্রোপলিটন প্রেসক্লাব সভাকক্ষে ক্লাবের পক্ষ তেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোমিনুল ইসলাম বাবু। সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএফইউজের নির্বাহী সদস্য কাজী গিয়াস ও জাবীদ অপু, দৈনিক সানশাইন এর ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী, মেট্রোপলিটন প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদ রিপন, রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন। বক্তব্যে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি কাজি শাহেদ ও সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ রাজশাহীর সাংবাদিকদের সহযোগিতা নিয়ে সাংবাদিকদের কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ফটো সাংবাদিক আজাহার উদ্দিন, লেখক ও কলামিস্ট মনোরঞ্জন নন্দী, মেট্রোপলিটন প্রেসক্লাবের অর্থ-সম্পাদক তানজিমুল হক, সদস্য কাজী নাজমুল ইসলাম, রবিউল আনোয়ার টমি, জিটিভি’র স্টাফ রিপোর্টার ইউ. আদনান, তৈয়বুর রহমান, আবুল কালাম আজাদসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলা/একে