জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাংদেশ এর নির্বাহী সভাপতি মাওলানা মোস্তফা আযাদ বলেছেন, জনগণের নাজেহাল অবস্থা। গণতন্ত্রের নামে আজ দেশে দলীয় শাষণতন্ত্র চলছে।
সরকার মুসলমানদের অধিকার দিয়ে বসবাস করতে দিচ্ছেনা। কোন অবস্থাতেই কোরআন-হাদিস এর অনুসস্মরণকারীদের ধমাইয়া রাখতে পারবেন না। তিনি বলেন, কিছু কিছু এনজিও যারা ইহুদির অর্থ নিয়ে মুসলমানদের অধিকার কেড়ে নিতে যাচ্ছে। মোস্তফা আজাদ বলেন, জমিয়তের নেতৃত্বে ঐক্যবদ্ব হয়ে কাজ করতে হবে। জমিয়তের পতাকা তলে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। গতকাল রবিবার বিশ্বনাথ নতুনবাজারে মাদানিয়া মাদ্রাসার সামনের মাঠে বিশ্বনাথে উপজেলা জমিয়তের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্বনাথ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জহিরউদ্দিন আহমদ এর সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জমিয়তের উলামায়ে ইসলাম কেন্দ্রীয় মহাসচিব, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। তাঁর বক্তব্যে বলেছেন, স্বাধীনতা জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্বি কিন্তু এদেশে সে ব্যবস্থা নেই। দেশের সার্বিক অবস্থায় একশত ভাগের ১ ভাগ ও নয়। রাস্ট্রীয় লুটপাট, ট্যাক্য্রের হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে লুটপাঠ করা হচ্ছে। তিনি বলেন, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর বিচার পাওয়ার অধিকার আছে। সালাহউদ্দিন সেখানে গেলেন, মামলায় জড়িয়ে পড়লেন। একি অবস্থা। তিনি বলেন, ন্যায় বিচার নেই। গণতন্ত্র ফিরিয়ে দিন। সু-শাষনের ব্যবস্থা অভিলম্বে করা উচিত।
সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান এর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফী, যুগ্ম-মহাসচিব মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সাংগঠনিক সম্পাদক উবায়দুল্লাহ ফারুক, যুক্তরাজ্য জমিয়তের নেতা হাফিজ হুসাইন আহমদ, জমিয়তে ইসলাম বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ। সম্মেলনে বিশ্বনাথ উপজেলা জমিয়ত ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।