বাসাইলে কিশোরীর বিয়ে ভেঙ্গে দিল প্রশাসন
নিউজবাং লা: ১৭ আগস্ট, সোমবার:
বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:
আজ সোমবার (১৭ আগস্ট) টাঙ্গাইলের বাসাইলে এক কিশোরীর বিয়ে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
কিশোরীর নাম ভাগ্য সরকার(১৪)। সে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে। স্থানীয় সুত্রে জানা যায়, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার তালতলী গ্রামের পরেশ সরকারের ছেলে প্রভাত সরকারের সাথে বাসাইল পূর্ব পাড়ার দশরত সরকারের মেয়ে ভাগ্য সরকারের বিয়ের দিন ধার্য হয়। সে অনুসারে বাড়িতে নানা পর্যায়ের অতিথি জড়ো হয়ে বিয়ের প্রাথমিক কার্যক্রম সমপন্ন ও ভোজের আয়োজন করা হয়। বিষয়টি প্রশাসনের কানে এলে উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিনের নির্দেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসান ঘটনাস্থলে পৌছে কনে পক্ষের মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন।
নিউজবাংলা/একে