টাঙ্গাইলে দুই যুবকের কারাদন্ড
নিউজবাংলা: ১৭ আগস্ট, সোমবার:
আব্দুল্লাহ আল নোমান:
টাঙ্গাইলের মির্জাপুরে মাদক দ্রব্য সেবন ও বিক্রির অপরাধে মো. রাশেদ ও রকি নামে দুই যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা তাদের এ সাজা প্রদান করেন।
রাশেদ মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে এবং রকি কুমুদিনী হাসপাতালের স্টাফ কোয়াটারের মো. শফি ড্রাইভারের ছেলে।
পুলিশ সূত্র জানান, ওই দুই যুবক দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য সেবন, বিক্রি ও বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছিল। সোমবার সকালে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনারূল হক রেল স্টেশনের পশ্চিম পাশ থেকে তাদের আটক করে। পরে ভ্রাম্যামন আদালতে হাজির করলে ভ্রাম্যম্যান আদালতের বিচারক তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদন্ড দেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সেলিম রেজার সঙ্গে কথা হলে তিনি বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দুই যুবককে কারাদন্ড দেয়া হয়েছে।
নিউজবাংলা/একে