নিউজবাং লা: ১৭ আগস্ট, সোমবার:

মোঃ রুহুল আমীন, আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে নারিকেলবাড়িয়া লালুয়া পাইকড়া ঝিয়ারিগ্রামে বিদ্যুতের উদ্বোধন করা হয় ।

 সোমবার বিকেল ৩টায় পাঁচুপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কাসেমে এর সভাপতিত্বে নারিকেলবাড়িয়া গ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আত্রাই-রাণীনগর এলাকার সাংসদ মোঃ ইসরাফিল আলম এম পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামালীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ম-সাধারন সম্পাদক বরুন কুমার সরকার, প্রচার সম্পাদক আফছার আলী প্রামানিক, সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, পাঁচুপুর ইউনিয়নের সাধারন সম্পাদক সখিমদ্দিন প্রামানিক, নওগাঁ পল্লীবিদ্যুত সমিতি আত্রাই (জোন) পরিচালক আজিজুর রহমান পলাশ, প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানস কন্যা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনের পূর্নরুপ দিতে যথাশীগ্রই প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আসুন আমরা সবাই এক হয়ে আ’লীগের পতাকাতলে দাঁড়িয়ে প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করি। জননেত্রী শেখহাসিনা ও আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ্য থেকে সারাজীবন আপনাদের সেবা করে যেতে পারি। এছাড়া প্রধান অতিথি কর্তৃক অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য আত্রাই জোন পল্লীবিদ্যু সমিতি পরিচালক মোঃ আজিজুর রহমান পলাশের ভূয়োসী প্রশংসা করেন তিনি

নিউজবাংলা/একে