নিউজবাংলা: ১৭ আগস্ট, সোমবার:

ঢাকা: প্রযুক্তি জায়ান্ট গুগলের প্রধান নির্বাহী বা সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ সুন্দর পিশাই।

 

নতুন প্যারেন্ট কোম্পানি ‘অ্যালফাবেট’ নিয়ে ব্যস্ত গুগলের শীর্ষপদে এসেছে পরিবর্তন। অ্যালফাবেটের প্রধান নির্বাহী ল্যারি পেজ ও প্রেসিডেন্ট সার্গেই ব্রিন জানিয়েছেন পরিবর্তনের অংশ হিসেবেই সুন্দরকে গুগলের প্রধান নির্বাহীর দায়িত্ব দেয়া হয়েছে।

৪৩ বছর বয়সী এই ভারতীয় বংশোদ্ভূত পুনর্গঠন প্রক্রিয়ায় গুগলের সিইও হিসেবে কাজ করবেন। ২০০৪ সালে গুগলে যোগ দেয়ার পর থেকে এর ওয়েব ব্রাউজার ক্রোম, অ্যান্ড্রয়েডের মতো জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেমের দেখভালের দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন সুন্দর।

এছাড়াও গুগলের সার্চ, বিজ্ঞাপণ, ম্যাপ এবং ইউটিউবের তুমুল জনপ্রিয়তার পেছনেও আছে তার অক্লান্ত পরিশ্রম। গুগলের প্রধান নির্বাহী ঘোষণার মাধ্যমে সে পরিশ্রমের মূল্যায়ন পেলেন সুন্দর পিশাই।

ভারতের চেন্নাইয়ে অতি সাধারণ পরিবারে সুন্দর পিশাইয়ের জন্ম । দুই বেডরুমের একটি বাসায় বড় হয়েছেন তিনি। শৈশবে সুন্দরের বাড়িতে ছিলো না টেলিভিশন, টেলিফোন এবং একটি গাড়ি ছিলো বিলাসী স্বপ্ন। তবুও স্কুলের সেরা ছাত্র ও ক্রিকেটার সুন্দর ভর্তি হন খরগপুর আইআইটি বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে বৃত্তি নিয়ে স্ট্যানফোর্ডে। সব জায়গায় রেখেছেন শ্রেষ্ঠত্বের স্বাক্ষর।

গুগল সিইও হয়ে সুন্দর নিজের কৃতিত্বেও প্রমাণ রাখার পাশাপাশি বিশ্ব প্রযুক্তিখাতে ভারতের শ্রেষ্ঠত্ব নতুন করে প্রমাণ করলেন। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসেবে নিয়োগ পান।

নিউজবাংলা/একে