নিউজবাংলা: ১৭ আগস্ট, সোমবার:

বিশেষ প্রতিনিধি:

জেলার চাটমোহরসহ চলনবিল অঞ্চলে পিকনিক আর বিনোদনের নামে অশ্লীলতা ও জুয়ার জমজমাট আসর চলছে। নৌকার মধ্যে এক শ্রেণির লোক নর্তকীদের নিয়ে অশ্লীলতায় মেতে উঠেছে।

তারা প্রভাবশালী ও থানা পুলিশ ম্যানেজ করেই এসব করে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকায় এ সকল নৌকাকে ‘প্রমোদ তরী’ বলা হয়। পুলিশের কাছে এলাকাবাসী এ সব বন্ধে বারবার দাবি জানালেও পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না। চাটমোহর থানার ওসি সুব্রত সরকার বলেছেন, অবশ্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অনুসন্ধানে জানা গেছে, প্রতিদিনই চাটমোহরের ছাইকোলা, মির্জাপুর, বওসা, নুরনগর ঘাট, ভাঙ্গুড়ার অষ্টমনিষা, রূপসী ঘাট, মেন্দা, ভাঙ্গুড়া এবং ফরিদপুরের বিভিন্ন ঘাট হতে পিকনিক অথবা বিনোদন ভ্রমণের নামে নৌকা ভাড়া করা হয়।

এ সকল নৌকায় ৩/৪ জন করে নর্তকী ও দেহপ্রসারণী সরবরাহ করা হয়। দিনভর এ সকল নৌকায় নারীদের নিয়ে বেহায়াপনা করে থাকে। জুয়ার দল অবাধে জুয়া খেলে থাকে।

নিউজবাংলা/একে