নিউজবাং লা: ১৭ আগস্ট, সোমবার:

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতিনিধি:

রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্ঠার ২৩ তম বার্ষিকীতে ১৭ আগষ্ট সন্ত্রাস বিরোধী দিবসের ডাকে সন্ত্রাস খুন নৈরাজ্যে রুখে দাড়াও জনগনের সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবীতে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা ওয়ার্কার্স পার্টি আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

সোমবার সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব চত্বরের সামনে মেইন রোডে এ কর্মসূচী পালন করেন। এসময় বক্তব্য রাখেন, বিরতী বর্মন, কামরুল ইসলাম, কামরুল হাসান মিলন, খলিলুর রহমান, আবুল বাসার হান্নান পিন্টু, রিপন কুমার বর্মন, আজাদুল ইসলাম, ময়নুল ইসলাম ও সাইফুল ইসলাম প্রমূখ।

নিউজবাংলা/একে