নিউজবাং লা: ১৭ আগস্ট, সোমবার:

মধুপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের মধুপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মাদকাশক্ত খন্দকার নাজমুলকে (২৮) ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্যাট ও মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মুকতাদির আজিজ এ কারাদন্ড প্রদান করেন।

জানা যায়, দীর্ঘ দিন ধরে নাজমুল মাদকাশক্ত। নেশার টাকা জোগাড় করতে না পেরে বাড়ি-ঘর ভাংচুরসহ বাবা-মার উপর অত্যাচার করে আসছে। নাজমুলের বাবা মা বিষয়টি মধুপুর থানায় অবহিত করলে থানার উপ-পরিদর্শক বিল¬াল হোসেন নাজমুলকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্যাট ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে নিয়ে গেলে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

নিউজবাংলা/একে