নিউজবাং লা: ১৯আগস্ট, বুধবার:

 এম এ আই সজিব,হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ শহরের পৌর বাস টার্মিনাল এলাকায় দিনদুপুরে এক হোটেল মালিককে ধারলো অস্ত্র দিয়ে মারধোর করে ছিনতাইয়ের চেষ্টাকালে জনতার হাতে অস্ত্র সহ দুই ছিনতাইকারী আটক হয়েছে।

ছিনতাইকারীর আঘাতে হোটেল মালিক গুরুতর আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাস স্ট্যান্ড এলাকার শাহজালাল হোটেলের মালিক মিজানুর রহমানকে বহুলা গ্রামের আব্দুল আজিজ এর পুত্র ইমরান মিয়া ও একই গ্রামের করিম আহমদ এর পুত্র শাওন মারধোর করে নগদ ১৭ হাজার টাকা ও তার মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। মিজানুর রহমান এ সময় চিৎকার শুরু করলে স্থানীয় জনতা ইমরান ও মাওনকে টেটা, চাকু ও রামদাসহ আটক করে পুলিশকে খবর দেয়। সদর থানার এসআই এ কে এম রাসেল তাদের আটক করে থানায় যায়।

আহত মিজানুর রহমানকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ১৩টি সেলাই দেয়া হয়েছে।

এ ব্যাপারে সদর থানার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন জানান, ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

নিউজবাংলা/একে