খুলনা: ঈশ্বরদী থেকে খুলনামুখী মাল বোঝাই একটি ট্রেনের বগি খুলনার দৌলতপুর স্টেশনে প্রবেশের মুখে লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনা থেকে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার ভোর সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনের সহকারী চালক হেদায়েদ হোসেন জানান, ভোরে ধীরগতিতে মালবাহী বগিগুলো ৩নং লাইন দিয়ে প্রবেশের মুখে একটি বগি লাইনচ্যুত হয়। বগিটি পার্শ্ববর্তী লাইনের উপর গিয়ে পড়ায় দুটি লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটে তা তিনি জানাতে পারেননি। এদিকে বেলা সাড়ে ৮টার দিকে খুলনা থেকে ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছেছে।
ট্রেনচালক আশরাফ হোসেন জানান, ৪-৫ ঘণ্টার মধ্যে বগিটি উদ্ধার করা সম্ভব হবে। বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সকালে কপোতাক্ষ, মহানন্দা, চিত্রা, কমিউটার, রূপসা আন্তঃনগর ট্রেনগুলো খুলনা থেকে ছাড়তে পারেনি। অপরদিকে খুলনায় প্রবেশের জন্য ৪টি ট্রেন অপেক্ষা করছে।