নিউজবাং লা: ১৯আগস্ট, বুধবার:

মো: শাবিব হোসেন, রাজশাহী:

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের পুঠিয়া-তাহেরপুর সড়কের তেবাড়িয়া নামক স্থানে বালুবাহী ট্রাকচাপায় ব্যাটারিচালিত রকশাভ্যানের ছয় যাত্রী নিহত হয়েছেন।

এদের মধ্যে পাঁচজনই একই পরিবারের। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হাফিজুর রহমান জানান, ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন শিশু ও তিনজন নারী। অপরজন ভ্যানচালক। নিহতরা হলেন- রুদ্র (৬), পূজা (১০), বৃষ্টি (২৬), সুমি (২৮), ভ্যান চালক বিদুৎ (৩৫) এবং অপর নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের বাড়ি উপজেলার জিওপাড়া ইউনিয়নের দাস মাড়িয়া গ্রামে। তারা বাগমারা উপজেলার তাহেরপুরে আত্মীয় বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। রাজশাহীর পুঠিয়ার শিলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল জানান, ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ট্রাকের চালক-হেলপারকে ধরে পিটুনি দিয়েছে স্থানীয়রা। এদের মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছে। পরে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে। হেলপার ও চালককে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। হাফিজুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

নিউজবাংলা/একে