বিশ্বনাথে লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট’র সভা
নিউজবাং লা: ১৯আগস্ট, বুধবার:
বিশ্বনাথ প্রতিনিধি:
‘নানা অক্ষমতার কারণে আইনের সেবা বঞ্চিত অসহায় নির্যাতিতরা যাতে বিনা খরচে আইন সহায়তা ও সু-বিচারের সুযোগ পায় সে দিকে আমাদের লক্ষ রাখতে হবে।
তাদের আইনি সহায়তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে’ মঙ্গলবার অসহায়দের আইন সহায়তাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব¬াস্ট) বিশ্বনাথ উপজেলা কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন। বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের সহায়তায় পরিষদ মিলনায়তনে কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধূরী ও সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হকের সঞ্চালনায় শুরুতে লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট’র কার্যক্রম সম্পর্কে ধারণ প্রদান করেন ব¬াস্ট সিলেট ইউনিটের কো-অর্ডিনেটর ইরফানুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল হক, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহীন, কৃষি কর্মকর্তা বীরেন্দ্র চন্দ নাথ, শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) চিন্তা হরন দাস, বিশ্বনাথ থানার এসআই মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রাণী, দশঘর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, বিশ্বনাথ ইউপি সদস্য নুরুন্নাহার ইয়াসমিন, ডা. মাহবুব আলী জহির, ডা. মুমিনুল হক, বিশ্বনাথ মডেল প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক ছায়ারুন বেগম প্রমুখ।
নিউজবাংলা/একে