বিশ্বনাথে দুই ডাকাত গ্রেফতার
নিউজবাং লা: ১৯আগস্ট, বুধবার:
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ একাধিক ডাকাতি ও হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার জানাইয়া নোয়াগাঁও গ্রামের আলখাছ আলীর ছেলে সেবুল মিয়া (২৫) ও একই উপজেলার সত্রিশ গ্রামের মতৃ আবদুল মুছব্বিরের ছেলে রকিব (৩০)। মঙ্গলবার রাত ৯টায় পৃথক অভিযান চালিয়ে তাদের উপজেলা শহর থেকে গ্রেফতার করা হয়। থানার এসআই মনিরুজামান ও দীপন চন্দ্র সরকার পৃথক অভিযান চালিয়ে জোড়া ডাকাতদের গ্রেফতার করে।
থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন বলেন, তাদের একাধিক ডাকাতি, হত্যা, অগ্নিসংযোগ, পুলিশ এসল্ট মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সেবুল কুখ্যাত ডাকাত বলে পুলিশ জানায়। তার বিরুদ্ধে থানায় তিনটি ডাকাতি মামলা রয়েছে। মামলা নং ২ (তাং ২.১২.২০০৭ইং) মামলা নং ৫, (তাং ১২.১২.২০০৫ইং) মামলা নং ৩, (তাং ৫.১২.২০০৫)।
অপর আটককৃত রকিব এর বিরুদ্ধে থানায় হত্যা-ডাকাতি,অগ্নিসংযোগ,পুলিশ এসল্ট,দাঙ্গা মামলা রয়েছে। মামলা নং ১৭ (তাং ২৫০৪.১২ইং), মামলা নং ১৩ (২২.৪.১২ইং), মামলা নং ১৬ (তাং ২৩.০৪.১২ইং), মামলা নং ১৭ (তাং ২১.১১.১২ইং), মামলা নং ৮ (তাং ১৩.০১.২০১৩ইং) মামলা নং ১১ (তাং ২১.১০.২০০৮) রয়েছে।
নিউজবাংলা/একে