নিউজবাং লা: ১৯আগস্ট, বুধবার:

 

নওগাঁ সংবাদদাতা:

নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে শফিকুল (৩৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত শফিকুল উপজেলার কলমুডাঙ্গা গ্রামের ইসলামের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রাতে স্থানীয় কয়েকজন রাখালের সঙ্গে সীমান্তে গরু আনতে যান শফিকুল। এসময় বিএসএফ সদস্যরা ধাওয়া করে তাদের মধ্যে শফিকুলকে ধরে ফেলে। পরে বিএসএফ তার ওপর নির্যাতন চালিয়ে গুরুতর অবস্থায় সীমান্ত এলাকায় ফেলে রেখে যায়। খবর পেয়ে সকাল ৬টার দিকে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টুওয়াইসি ইকবাল জানান, শফিকুল মুমূর্ষু অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে পড়েছিল। তবে তাকে বিএসএফ নির্যাতন করেছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 

নিউজবাংলা/একে