চীন সফর বাতিল করলেন ইরাকের প্রধানমন্ত্রী
নিউজবাং লা: ১৯আগস্ট, বুধবার:
ঢাকা: অনির্দিষ্টকালের জন্য চীন সফর বাতিল করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। দেশের নিরাপত্তা পরিস্থিতি ও সংস্কার কার্যক্রমের বিষয়টি বিবেচনা করে তিনি এ সফর স্থগিত করেছেন।
হায়দার আল-এবাদির দপ্তর থেকে জানানো হয়েছে, আগামীকাল ১৯ আগস্ট তার চীন সফরে যাওয়ার কথা ছিল। খবর রেডিও তেহরান।
দেশে দুর্নীতি ও অনাকাঙ্ক্ষিত ব্যয়ের রাশ টেনে ধরতে গত সপ্তাহে তিনি সরকারের অভ্যন্তরে সংস্কারমূলক কর্মসূচির ঘোষণা দেন। এর আওতায় ভাইস প্রেসিডেন্ট ও উপ প্রধানমন্ত্রীর পদ বাতিল করবেন তিনি। গত ৯ আগস্ট ইরাকের শীর্ষ আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানি দেশে বড় ধরনের পরিবর্তন আনার জন্য কঠোর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী এবাদির প্রতি আহ্বান জানান।
ইরাকের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবক বাহিনী বর্তমানে দেশটির পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশ মুক্ত করার অভিযান রয়েছে। এছাড়া, বাইজিসহ আরো কয়েকটি এলাকায় চলছে এ ধরনের অভিযান। এসব এলাকায় উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র কঠোর নিয়ন্ত্রণ রয়েছে।
নিউজবাংলা/একে