নিউজবাং লা: ১৯আগস্ট, বুধবার:
ঢাকা: আমাদের দৈনন্দিন জীবন এখন অনেকাংশে মেশিন নির্ভর হয়ে গেছে। আশেপাশে শুধু মেশিন আর মেশিন। এসবের কারণে আমরা অনেক সময় মনোযোগী হয়ে উঠতে পারি না। আমরা কোন কাজে এখন আর আগের মত মনোযোগ দিতে পারি না, এরকম একটি অভিযোগ প্রায়ই এখন শোনা যায়।