আসামে ভয়াবহ বন্যায় মৃত ৮, ক্ষতিগ্রস্ত ৬ লাখ মানুষ
নিউজবাংলা: ২২ আগষ্ট, শনিবার:
ঢাকা: ভারতের আসামে ভয়াবহ বন্যায় ৮ জনের মৃত্যু হয়েছে। ১৯ টি জেলা বন্যা কবলিত হওয়ায় ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ত্রাণ ও উদ্ধার কাজ চালানোর জান্য সেনাবাহিনী মাঠে নেমেছে। খবর রেডিও তেহরান।
শুক্রবার বিলাসীপাড়া এংলেমারি এলাকায় ৩ নম্বর জাতীয় সড়কে পুরনো সেতু পেরোনোর সময় একটি বিয়ের গাড়ি ভেসে যায়। দুর্ঘটনায় পড়া ওই ম্যাক্স গাড়িটিতে শিশুসহ ১১ জন যাত্রী ছিল। খবর পেয়ে সেনা জওয়ানকে সঙ্গে নিয়ে অসম দুর্যোগ মোকাবিলা বিভাগের জওয়ানরা উদ্ধারে নেমে হারিজ হক (৩) নামে এক শিশুকে মৃত এবং কাশেম বেওয়া (৬৫) নামে এক মহিলাসহ মোট চার জনকে আহত অবস্থায় উদ্ধার করে। গাড়িসহ অন্য ৬ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। অন্যদের উদ্ধারের জন্য সেনা এবং দুর্যোগ মোকাবিলা বিভাগের জওয়ানরা চেষ্টা চালাচ্ছে।
আসামের ধেমাজি, কোকরাঝাড়, লখিমপুর, চিরাং, বঙ্গাইগাঁও, তিনসুকিয়া, ডিব্রুগড় প্রভৃতি জেলার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রবল পানির তোড়ে অসংখ্য ঘরবাড়ি ভেসে গেছে। বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নেয়া মানুষদের মধ্যে খাদ্য ও খাওয়ার পানির সঙ্কট সৃষ্টি হয়েছে। মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে উঁচু সড়ক এবং বিভিন্ন স্কুল বাড়িতে আশ্রয় নিয়েছেন।
আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের মধ্যে চিরাং, কোকরাঝাড়, লখিমপুর, বঙ্গাইগাঁও, বকসা এবং সোনিতপুর জেলার বাসিন্দারা রয়েছেন। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বন্যাদুর্গত ১.২৩ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে ১৭৭ টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে।
পানি সম্পদ বিভাগ থেকে বলা হচ্ছে, এক নাগাড়ে প্রবল বর্ষায় ব্রহ্মপুত্র এবং তার উপনদীগুলোতে পানির স্তর বেড়ে যাওয়ায় রাজ্যের ১৯ টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বন দফতর সূত্রে প্রকাশ, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মধ্যে ২৭ টি অবৈধ চোরাশিকার বিরোধী ক্যাম্পে বন্যার পানি প্রবেশ করায় সেতু এবং বুরাপহর রেঞ্জে কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিউজবাংলা/একে