বাংলার ‘জন্মভূমি’তে মিঠুন চক্রবর্তী
নিউজবাংলা: ২২ আগষ্ট, শনিবার:
ঢাকা: বাংলাদেশের ছেলে মিঠুন চক্রবর্তী। কিন্তু হাতেগোনা কয়েকটি বাংলাদেশী ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু এবার পরিচালক হাসান জাকীর ও রাশিদ পলাশের যৌথ পরিচালনায় ‘জন্মভূমি’ ছবিতে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী।
সময়টা ১৯৪৭। একজন তুখোর বাম রাজনৈতিক নেতা ও সাংবাদিক মিঠুন চক্রবর্তী। যার চিন্তা চেতনা ধ্যান-ধারনা লালন পালন সবই দেশকে নিয়ে। দেশের জন্যে তিনি সবকিছু করতেই প্রস্তুত। কিন্তু এরমধ্যেই দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়ে যায়। মিঠুনের পরিবারের সবাই দেশ ছেড়ে চলে যায়। কিন্তু তার মনে একটাই প্রশ্ন, কেন এ দেশ ছেড়ে চলে যাবো? এ দেশতো আমারই। এমনই গল্প দেখা যাবে ‘জন্মভূমি’ ছবিতে।
ছবির একজন পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘ছবির গল্পে ১৯৪৫ থেকে ১৯৭১ এর পর পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে। ছবিতে অন্যান্য যে আর্টিষ্ট অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে বেশকিছুদিন আগে মিঠুন দাদাকে আমরা ছবির চিত্রনাট্য পাঠিয়ে ছিলাম। এরপর আর সেভাবে কোন ধরনের সাড়া পাচ্ছিলাম না। কিন্তু দাদা আজ চূড়ান্ত করেছেন তিনি আমাদের এ ছবিতে অভিনয় করবেন।’
এ ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক হাসান জাকির। ছবিটি পূন্য ফিল্মের ব্যানারে নির্মিত হবে। ছবিটির শুটিং হবে বাংলাদেশ ও বেঙ্গালুরুতে। এ বছরের ডিসেম্বরের দিকে কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
নিউজবাংলা/একে