হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজে গভীর রাতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা কয়েকটি কম্পিউটারসহ প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে গেছে।
.
জানা যায়, গতকাল দিবাগত রাতে কলেজের একাডেমিক ভবন কাম পরীক্ষা হলের ৩য় তলায় ‘ইংলিশ ল্যাংগুয়েজ ল্যাব’ এর সামনের দরজার তালা ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে। এ সময় চোরেরা ভিতরে থাকা কম্পিউটারসহ মূল্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে যায়। পরের দিন সকাল ১১টায় ওই ভবনের পাহারাদার রজব আলী দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে কলেজ কর্তৃপক্ষকে অবহিত করে।
এ ব্যাপারে বৃন্দাবন কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ আলমগীর খন্দকার এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চোরেরা ইংলিশ ল্যাংগুয়েজ ল্যাবে থাকা ৪টি পিসি ও ৩টি মনিটর নিয়ে গেছে। কলেজ কর্র্তৃৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক্ষ আব্দুল হামিদকে প্রধান করে ৪ সদস্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে। এদিকে গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানা পুলিশ।