ঢাকা: আইএসের দ্বিতীয় প্রধান হাজি মুতাজ ইরাকের মসুলের কাছে সামরিক হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করল হোয়াইট হাউস।
এর আগে কয়েকজন মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছিলেন। এমনটাই খবর আল-জাজিরা ও সিএনএন সূত্রে৷
১৮ আগস্ট এক ড্রোন হামলায় মুতাজ নিহত হন। মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, মুতাজ আইএসের আর্থিক বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন। এক বছর আগেও তার মৃত্যুর খবর শোনা গিয়েছিল৷ গত বছর সিএনএনসহ অনেক প্রচারমাধ্যম প্রতিষ্ঠান মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে তাঁর মৃত্যুর খবর প্রচার৷ তবে মার্কিন কর্মকর্তারা এখন বলছেন, সেবার ভুল তথ্যের ভিত্তিতে ওই খবর দেওয়া হয়েছিল।