ব্রিটেনে ফের দূতাবাস খুলছে ইরান
নিউজবাংলা: ২২ আগষ্ট, শনিবার:
ঢাকা: ব্রিটেনের রাজধানী লন্ডনে ফের দূতাবাস চালু করতে যাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। রোববারের এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্রিটেনে নিযুক্ত ইরানের অনাবাসিক চার্জ দ্যা অ্যাফয়ার্স মোহাম্মাদ হাসান হাবিবুল্লাহজাদেহ এবং ইরান ও ব্রিটেনের বিভিন্ন কর্মকর্তা। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে।
এর আগে, শনিবার তেহরানে ব্রিটেনের দূতাবাস আবার চালু করা হবে বলে কথা রয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড তেহরান সফরে এসে দূতাবাস উদ্বোধন করবেন।
আশা করা হচ্ছে- দূতাবাস চালু করার মধ্যদিয়ে ইরান ও ব্রিটেনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে আসবে। সেইসঙ্গে দু দেশের মধ্যকার ভিসা জটিলতারও নিরসন হবে।
২০১১ সালে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর ব্রিটেনও তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর প্রতিবাদে তেহরানের ব্রিটিশ দূতাবাসে চড়াও হয় একদল ইরানি তরুণ। ওই ঘটনার পর ব্রিটেন তেহরানে দূতাবাস বন্ধ করে দেয়। জবাবে ইরানও লন্ডনে দূতাবাস বন্ধ করে।
নিউজবাংলা/একে