নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:
চট্টগ্রাম সংবাদদাতা:
প্রেম শ্বাশত, মানে না কোন ধর্ম, মানে না কোন সমাজ, মানে না কোন বয়স, প্রেম মানে না বারণ, মানে না কারো শাসন। প্রেম বোঝেনা তো কোন যুক্তি, এ যেন এক আধুরি শক্তি। প্রেম মানে অনুভুতির দুয়ার ভেঙ্গে অসাধ্য সাধন। এমনি এক মধুর প্রেমে মত্ত হয়ে পুর্ণিমা ঘোষ (২২) নামে ফেনী জেলার এক হিন্দু যুবতী পরিবার পরিজনের মায়া-মমতা ও ভালবাসাকে তুচ্ছ জ্ঞান করে বাড়ি থেকে পালিয়ে এসে নিজ ধর্ম ত্যাগ করে রাউজান পৌর এলাকার নাঈম উদ্দিন (২৬) নামক এক প্রেমিক যুবকের ধর্ম ইসলাম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে প্রেমের সফল্যের স্বাধ গ্রহণ করেন।

