নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:

 

 চট্টগ্রাম সংবাদদাতা:

প্রেম শ্বাশত, মানে না কোন ধর্ম, মানে না কোন সমাজ, মানে না কোন বয়স, প্রেম মানে না বারণ, মানে না কারো শাসন। প্রেম বোঝেনা তো কোন যুক্তি, এ যেন এক আধুরি শক্তি। প্রেম মানে অনুভুতির দুয়ার ভেঙ্গে অসাধ্য সাধন। এমনি এক মধুর প্রেমে মত্ত হয়ে পুর্ণিমা ঘোষ (২২) নামে ফেনী জেলার এক হিন্দু যুবতী পরিবার পরিজনের মায়া-মমতা ও ভালবাসাকে তুচ্ছ জ্ঞান করে বাড়ি থেকে পালিয়ে এসে নিজ ধর্ম ত্যাগ করে রাউজান পৌর এলাকার নাঈম উদ্দিন (২৬) নামক এক প্রেমিক যুবকের ধর্ম ইসলাম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে প্রেমের সফল্যের স্বাধ গ্রহণ করেন।

 

 

প্রেমিকা পুর্ণিমা ঘোষ ফেনী জেলার পশুরাম এলাকার অলকা পাড়ার মৃত নবদ্বীপ ঘোষের কন্যা এবং নাঈম উদ্দিন খান চট্টগ্রামের রাউজান পৌর এলাকার সুলতানপুর ছিটিয়া পাড়া গ্রামের এসকান্দর মীর্জ খানের পুত্র।

জানা যায়, নাঈম উদ্দিন খান চট্টগ্রাম শহরের ক্লিপটন গামেন্টেসে চাকুরী করার কারণে শহরে বাস করতেন । আর পুর্ণিমা ঘোষ তার ভাইদের সাথে শহরের গোপাল পাড়ায় বসবাস করতেন। পাশাপাশি এলাকায় বসবাস করার কারণে চলাফেরার পথে নাঈম- পূর্ণিমা একে অপরে দেখাদেখিতে পরিচয় হয়। এরপর মোবাইল নম্বর বিনিময় করা, কথা বলা, ভাল লাগা ধীরে ধীরে তা গভীর প্রেমের সম্পর্কে রূপ নেয়।এই প্রেমর পূর্ণতা লাভ করতে তারা একে অপরকে ভালবেসে ঘর বাধাঁর স্বপ্ন দেখে। কিন্তু তাদের এই প্রেমের মহামিলনে ভিলেনের ভুমিকায় অবতীর্ণ হয় ধর্ম! একজন মুসলিম আরেক জন হিন্দু।

অবশেষে প্রেমের অদ্ভুদ নেশায় বিভোর হয়ে ধর্ম, জাত, বর্ণ সবকিছুকে প্রেমের কাছে তুচ্ছ প্রমাণিত করে মুসলিম ধর্মাবলম্বী প্রেমিক নাঈম উদ্দিনকে একান্ত কাছে পাওয়ার বাসনায় হিন্দু ধর্মাবলম্বী প্রেমিকা পুর্ণিমা ঘোষ গত ২৩ আগষ্ট পরিবারের সদস্যদের অগোচরে বাসা থেকে পালিয়ে গিয়ে চট্টগ্রাাম আদালত ভবনে উপস্থিত হয়ে একজন আইনজীবীর সহযোগীতায় নোটারী পাবলিকের মাধ্যমে নিজ ধর্ম ত্যাগ করে হলফনামা মুলে ইসলাম ধর্ম গ্রহন করেন।

ধর্মান্তরিত হওয়া পুর্ণিমা ঘোষ তার নিজের নাম পরিবর্তন করে রাখেন সায়রা জান্নাত নিসা। ইসলাম ধর্ম গ্রহন করার পর গত ২৪ আগষ্ট সোমবার ৩৫ নং বক্সির হাট, কোতোয়ালী এলাকায় নিকাহ রেজিষ্ট্রার মাওলানা জাহাঙ্গীর আলম হেলালীর কাছে গিয়ে তিন লক্ষ টাকা দেন মোহর ধাার্য করে একে অপরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর নাঈম উদ্দিন তার নব বিবাহিতা স্ত্রী সায়রা জান্নাত নিসাকে নিয়ে তার বাবার বাড়ী রাউজানে চলে আসেন। এসময় নাঈম উদ্দিনের পিতা এসকান্দর মীর্জা খান ও তার মাতা কাওসার নেছা তাদের এই ভালবাসার বিয়েকে মেনে নিয়ে পরম আনন্দের সাথে তাদের পুত্রবধুকে বরন করে নেন।
ধর্মান্তরিত হওয়া নববধু সায়রা জান্নাত নিসা জানান, তিনি নাঈম উদ্দিনকে ভালবেসে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তারা আমৃত্যু একে অপরকে ভালবেসে সুখী- সুন্দরভাবে জীবন কাঠিয়ে দিতে পারে এজন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

 

নিউজবাংলা/একে