ছাত্রীর ওড়না ধরে টানাটানি করায় কিশোরের কারাদণ্ড
নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:
বরিশাল সংবাদদাতা:
বাকেরগঞ্জে স্কুলে যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ওড়না ধরে টানাটানি ও শ্লীলতাহানির দায়ে এখলাছুর রহমান চাঁনু নামে এক বখাটেকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন এ আদেশ দেন। বখাটে চাঁনু বাকেরগঞ্জ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ইউনুছ হাওলাদারের ছেলে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ব্রেকিংনিউজকে জানান, রবিবার সকাল ৭টার দিকে বাকেরগঞ্জ বালিকা বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয় ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। পথে বাসস্ট্যান্ডে পৌঁছলে বখাটে চাঁনু তার ওড়না ধরে টানাটানি শুরু করে। এক পর্যায়ে সে ছাত্রীর শ্লীলতাহানি করতে থাকে।
তিনি আরো জানান, বেশ কিছুক্ষণ এই অবস্থা চলার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বখাটে চাঁনুকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে তাকে সোপর্দ করা হলে বিচারক ২ বছরের কারাদণ্ড দেন। সোমবার বিকালেই তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
নিউজবাংলা/একে