নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:

ঢাকা: রাজধানীতে পকেটমার সন্দেহে চার নারী সদস্যকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।

ঢামেকের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা তাদের আটক করে।

আটককৃতরা হলেন- রাবেয়া (৩০), জুয়েনা (২৫), আয়েশা বেগম (২৫) ও নাজমা আক্তার ওরফে নাসিমা (২৬)। এদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমণ্ডল গ্রামে বলে জানা গেছে। তাদের সঙ্গে একটি করে শিশু সন্তানও রয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ পকেটমার চক্রের সদস্য। রোগী দেখানোর নাম করে হাসপাতালে এসে এখানে আসা অন্যান্য রোগী ও তার স্বজনদের কাছ থেকে টাকা ও মুল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে যায়। আজ সকালে এক রোগীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা নেওয়ার সময় তাদের আটক করা হয়।

এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 

নিউজবাংলা/একে