নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতিনিধি:

বন্যার কারণে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় পঞ্চম শ্রেণীর মডেল টেষ্ট পরীক্ষা অনিদিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা বিভাগ সোমবার পরীক্ষা স্থগিত ঘোষনা করেন।

 মঙ্গলবার থেকে একযোগে উপজেলার ১৯৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ৩২ টি কেজি স্কুলের ৫ হাজার ৯শ ৩৯ জন শিক্ষার্থী নিয়ে মডেল টেষ্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথাছিলো। কিন্তু সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তা ঘাট পানির নিচে তলিয়ে যাওয়ায় তা স্থগিত করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ।

সাদুল্যপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ভাঙ্গামোড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, আরাজী ছান্দিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২ নং রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আরাজী তরফ কামাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাশ রুমে বন্যার পানি ঢুকে পরেছে। তাই ওই চার বিদ্যালয়ের ক্লাশ বন্ধ ঘোষনা করা হয়েছে। এর সঙ্গে অন্যান্য সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় এবং বিদ্যালয় এলাকা পাঠদানের অনুপযোগী থাকায় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছেনা।

উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, শিশু শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার কথা ভেবে বন্যার কারণে জরুরী সভায় সিন্ধান্ত নিয়ে অনিদিষ্টকালের জন্য পঞ্চম শ্রেণীর মডেল টেষ্ট পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্যার পানি নেমে গেলে পরবর্তিতে এই পরীক্ষা অনুষ্টিত হবে।

নিউজবাংলা/একে