নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:

গাইবান্ধা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধার সাদুল্যাপুরে পালিত হয়েছে। উপজেলা বিএনপি’র আয়োজনে মঙ্গলবার বিকালে চৌ-মাথা মোড়ের বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

সাদুল্যাপুর উপজেলা বিএনপি’ সাবেক সভাপতি ও বর্তমান সদস্য শফিউল ইসলাম স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক ইয়াকুবুল আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম রাজু, যুগ্ন- সাধারণ সম্পাদক সামচুল হক মন্ডল সেলিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক সাজু, ৯০ দশকের ছাত্রনেতা ও সাবেক ভিপি আসম সাজ্জাদ হোসেন পল্টন, শ্রমিকদলের আহবায়ক মাসুদার রহমান মাসুদ, ছাত্রদলের আহবায়ক রেজোয়ান হোসেন সুজন, কৃষক দলের যুগ্ন- আহবায়ক, জিল্লুর আকন্দ, বাস্তহারা দলের সভাপতি আনোয়ারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, মিজানুর রহমান মিজান, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক, শাহ আলম সরকার ও সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুইট বক্সী প্রমূখ। আলোচনা শেষে দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলা/একে