নিউজবাংলা: ০৯ সেপ্টেম্বর, বুধবার:

ঢাকা:  ইয়েমেনের হোদিদাহ পোর্টের কাছে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ২০ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার জ্বালানি পাচারকারীদের ওপর এ হামলা চালানো হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, হোদিদাহ পোর্টের কাছে আল-কোকাহ নামের ওই স্থানে বিমান হামলা চালানো হলে তা দুটি নৌকায় আঘাত হানে এবং এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগ ভারতীয় জেলে বলে জানা গেছে।

সোমবার একই হামলায় সানায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গত শুক্রবার থেকে চলছে এই বিমান হানা। গত শুক্রবারের বিমান হানা সবচেয়ে ভয়ঙ্কর ছিল বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, দুটি নৌকাকে লক্ষ্য করে বিমান থেকে গুলি চলতে শুরু

 

নিউজবাংলা/একে