নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:
ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

বৃহস্পতিবার দিনভর রাজধানীবাসীর চরম ভোগান্তির পর জাতীয় সংসদে একথা বলেন রওশন এরশাদ।
জাতীয় সংসদে বক্তব্যে রওশন বলেন, এখানে আসার সময় দেখলাম ছাত্ররা অনেক বিক্ষোভ করছে। ছাত্ররা কেন বিক্ষোভ করছে? এজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন।
বুধবার রামপুরায় ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে এর প্রতিবাদে এবং ভ্যাট প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় নামে আন্দোলনকারীরা।
রাজধানীর উত্তরা, প্রগতি সরণির বসুন্ধরা আবাসিক গেইট ও রামপুরা এলাকা, মহাখালীর ওয়্যারলেস গেইট এবং ধানমণ্ডি-২৭ নম্বর এলাকা ও আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দিনভর যানজটে নাকাল হতে হয় রাজধানীবাসীকে।

নিউজবাংলা?একে