তারানা হালিমকে বাড়াবাড়ি না করার হুমকি
নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:
ঢাকা: অবৈধ ভিওআইপি ও অবৈধ সিম বন্ধ নিয়ে বাড়াবাড়ি না করতে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে হুমকি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে তার অফিসের টেলিফোন নম্বরে ফোন দিয়ে তাকে হুমকি দেয়া হয়।
গণমাধ্যমকে প্রতিমন্ত্রী তারানা হালিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল সচিবালয়ে তার অফিসের টেলিফোন নম্বরে ফোন করে এই হুমকি দেওয়া হয়েছে। তাকে ফোন করে বলা হয়েছে, অবৈধ ভিওআইপি ও অবৈধ সিমের ব্যাপারে এত লাফালাফির দরকার নেই। আপনি ধীরে চলেন।
এর জবাবে ওই ব্যক্তিকে তারানা হালিম বলেন, ‘আমি ধীরে কেন চলব? আপনি কে আমাকে হুকুম দেওয়ার?’
বিষয়টি তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন। র্যাব ওই ফোন নম্বরটি তদন্ত করে দেখছে বলে জানান তিনি।
নিউজবাংলা?একে