ভেনিজুয়েলার বিরোধী নেতার ১৩ বছর জেল
নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:
ঢাকা: ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা লিওপোলডো লোপেজকে ১৩ বছর ৯ মাস কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ২০১৪ সালে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া এবং দেশজুড়ে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে।
বিবিসি ও আলজাজিরা অনলাইনের এক খবরে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
২০১৪ সালে সরকারবিরোধী বিক্ষোভ এবং পাল্টা বিক্ষোভে সহিংসতায় নিহত হয় ৪৩ জন। এসব মৃত্যুর জন্য লোপেজকে দায়ী করা হয় এবং আদালতে তিনি দোষী প্রমাণিত হন।
২০১৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে সামরিক কারাগারে আটক রয়েছেন লোপেজ (৪৪)।
ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের আদালতে যখন লোপেজের মামলার রায় পড়া হচ্ছিল, তখন আদালতের বাইরে তার সমর্থক ও সরকারপন্থিদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। লোপেজের সমর্থকরা জানিয়েছেন, সংঘর্ষের সময় তাদের এক সদস্যের হার্ট অ্যাটাক হয়েছে।
রায়কে কেন্দ্র করে আদালত চত্বরে জড়ো হতে থাকেন লোপেজের সমর্থকরা। লোপেজের ছবিসহ ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে অপেক্ষা করতে থাকেন তারা। সেখানে দলের পক্ষ থেকে তাদের রায় পড়ে শোনানো হয়। পরে লোপেজের আইনজীবী আবার রায় পড়ে শোনান।
নিউজবাংলা/একে