নিউজবাংলা- ১২সেপ্টেম্বর শনিবার:

ঢাকা: মক্কার মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় আহত হজযাত্রীদের হজ পালনে সরকারি সহায়তার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

শুক্রবার রাতে মক্কায় দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে আহতদের দেখতে গিয়ে গণমাধ্যমকর্মীদের সামনে এ ঘোষণা দেন মক্কার গভর্নর ও পবিত্র দুই মসজিদের উপদেষ্টা খালেদ আল ফয়সাল।

ভয়াবহ এই দুর্ঘটনায় সৌদি কর্তৃপক্ষ দুঃখিত এবং শোকাহত। এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে সৌদি প্রশাসন।

খালেদ আল ফয়সাল বলেন, পবিত্র হজ পালনে এসে যারা আহত হয়েছেন তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করবে সৌদি প্রশাসন।

এ ছাড়া গাড়ি, অ্যাম্বুলেন্স, সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট সোসাইটিকেও সহায়তা প্রদানের আহ্বান জানান তিনি।

শুক্রবার সন্ধ্যায় মসজিদ আল হারামে নির্মাণাধীন অংশের ক্রেন ধসে অন্তত ১০৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২৩৮ জন। এদের মাঝে ৪০ জন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছে মক্কায় অবস্থানরত বাংলাদেশ হজ মিশন সূত্র।

 

 

নিউজবাংলা/একে