চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
নিউজবাংলা- ১২সেপ্টেম্বর শনিবার:
সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ: চোরাচালান প্রতিরোধে সুনামগঞ্জ সদর উপজেলার আশাউড়া সীমান্তে বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক সীমানা পিলার ১২১৭ এর বক্তেরগাঁও এলাকায় শনিবার সকাল ১০টায় ঘণ্টাব্যপী উক্ত বৈঠক চলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ কামরুজ্জামান খাঁন জানান, বৈঠক চলাকালে পরস্পরের মধ্যে সু-সম্পর্ক বজায় রাখা, চোরাচালান, নারী-শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধসহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে আট সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আশাউড়া বিওপি ক্যাম্পের (বর্ডার অবজারবেশন পোস্ট) কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ খাঁন। অপরদিকে ভারতের পক্ষে আট সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৭৩-শিলং বিএসএফ ব্যাটালিয়নের অধীন সোনাতলা বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর একে সিং। বৈঠকে দু’দেশের আটজন করে উপস্থিত ছিলেন।
নিউজবাংলা/একে