ঢাকা: রাজশাহী: দলীয় বৈঠক করার সময় রাজশাহী জেলা বিএনপির সহ-সভাপতি ও রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাইনুল হাসান পান্নাসহ সাত নেতাকর্মীকে আটক করেছে পবা থানা পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পবা উপজেলার নওহাটা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। নওহাটা পৌর বিএনপির প্রস্তুতিমূলক সভা শেষ করে তারা বাড়ি ফিরছিলেন।
আটককৃতরা হলেন- জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহম্মদ, জেলা বিএনপির সদস্য মনজুরে সাদাত বাবু, রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সুলতান আহম্মেদ রাশু, নওহাটা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক, নওহাটা পৌর বিএনপির কর্মী সানারুল।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘কোনো অনুমতি না নিয়ে নওহাটা বাজারে নেতাকর্মীরা গোপনে বৈঠক করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে সাত জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যান।’ রাতে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাদের আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।