নিউজবাংলা- ১২সেপ্টেম্বর শনিবার:
মৌলভীবাজার: দক্ষিণ এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরের শতাধিক বিল ভরাট হয়ে গেছে। হাওর দিয়ে প্রবাহিত জুড়ী, ফানাই, সোনাই, কন্টিনালাসহ নদী খাল ছড়ার অস্থিত্বও বিলীন হওয়ার পথে। আর এর বিরূপ প্রভাব পড়ছে হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর।
