নিউজবাংলা- ১২সেপ্টেম্বর শনিবার:

এম এ আই সজিব,হবিগঞ্জ প্রতিনিধি:
বানিয়াচংয়ে ১৩ বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। সে বানিয়াচং ৮নং খাগাউড়া ইউনিয়নের রাঙ্গাহাটির সুনাহর মিয়ার কন্যা।

জানা যায়, গতকাল সন্ধ্যায় বিভিন্ন প্রলোভন দিয়ে এই শিশুকে ধর্ষণ করে একই এলাকার লেদু মিয়ার পুত্র ছয়দুর মিয়া(২২)। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে আপোসের জন্য দুই পরিবারের লোকজন বৃহস্পতিবার রাতে বসার জন্য সময় নির্ধারণ করেন। এক পর্যায়ে ধর্ষক নিজেকে বাঁচাতে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির পরিবার কোন উপায় না পেয়ে গতকাল বানিয়াচং থানায় তার পিতা বাদি হয়ে ধর্ষক ছয়দুরকে আসামি করে মামলা দায়ের করেন।
বানিয়াচঙ্গ থানার অফিসার ইনচার্জ জানিয়েছে ধর্ষক ছয়দুরকে ধরতে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত আছে।

নিউজবাংলা/একে