নবীগঞ্জে গাছ চাপায় আহত ১ শ্রমিকের মৃত্যু
নিউজবাংলা- ১২সেপ্টেম্বর শনিবার:
এম এ আই সজিব,হবিগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের আলফাস মিয়ার বাড়িতে গাছ কাঠতে গিয়ে গুরতর আহত শ্রমিক রহমত আলী শুক্রবার মারা গেছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার সময় নবীগঞ্জ উপজেলার উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের মখদ্দুস মিয়ার পুত্র দিলখাস মিয়া (৩৫), ও একই গ্রামের রহমত আলী (৩৮) নামের দুই শ্রমিক পাশ্ববর্তী মিনাজপুর গ্রামের আলফাস মিয়ার বাড়িতে গাছ কাঠতে আসলে ৩/৪ ঘন্টায় গাছের গুড়া কেটে গাছটি মাঠিতে পড়াকালে রশির টানে উল্লেখিত দুই শ্রমিক আহত হন।
আহত ২ শ্রমিককে স্থানীয়রা উদ্বার করে উমরপুর গ্রামের রহমত আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ও অপর আহত দিলখাস মিয়াকে আউশকান্দি হীরাগঞ্জ মধ্য বাজার গ্রীণ ফার্মেসীতে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিউজবাংলা/একে