নিউজবাংলা- ১২সেপ্টেম্বর শনিবার:

রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল নেকমরদ নয়া মার্কেট নামক স্থানে ভটভটির ধাক্কায় শেখ কামাল (৩৪) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮ টায় মহিষ ভর্তি ভটভটি কাতিহার হাট যাওয়ার সময় নেকমরদ নয়া মার্কেট নামক স্থানে পৌঁছলে ভটভটির চাকা খুলে দুর্ঘটনার মুখোমুখি হয়। চালক ভটভটির নিয়ন্ত্রণ আনতে না পেরে সরাসরি শেখ কামালকে ধাক্কা দেয়। মুমুর্ষু অবস্থায় তাকে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সে মারা যায়। ভটভটির চালককে আটক করা সম্ভব হয়নি।
শেখ কামাল উপজেলার করনাইট কুমোরগঞ্জ গ্রামের মোঃ এনামুল হকের ছেলে ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের ভাতিজা। পারিবারিক সুত্রমতে সদ্য শেখ কামালের বিয়ে হয়েছে ।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সুকুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

নিউজবাংলা/একে